ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সারাকে বিয়ে করলেন বরুণ ধাওয়ান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ২২ ডিসেম্বর ২০২০

বরুণ ধাওয়ানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সারা আলি খান?  সম্প্রতি এমন গুঞ্জনই শুরু হয়েছে। সারা আলি খান নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করার পর থেকেই গুঞ্জন আরও জোরদার হয়। যেখানে সাদা রঙের ক্যাথোলিক গাউন পরতে দেখা যায় বলিউডের এই অভিনেত্রীকে।

সাদা রঙের ক্যাথোলিক গাউনের সঙ্গে সেজে চার্চে হাজির হন সারা আলি খান। সারার সঙ্গে রং মিলিয়ে স্যুট পরতে দেখা যায় বরুণ ধাওয়ানকেও। এরপরই বরুণের গালে চুম্বন করেন সারা। 

সারা আলি খান এবং বরুণ ধাওয়ানের বিয়ের পোশাক পরে ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের অনুরাগীরা জোর জল্পনা শুরু করেন। শেষ পর্যন্ত কি সারাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন বরুণ! এমন প্রশ্ন উঠতে শুরু করে জোর কদমে।
  
যদিও সারা আলি খান এবং বরুণ ধাওয়ান এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য না করলেও, বলিউডের এই জুটি তাঁদের নতুন ছবি কুলি নাম্বার ওয়ান পার্ট টু-এর জন্যই ওই ফটোশ্যুট করেছেন বলে মনে করছেন অনেকে। 
  
কুলি নাম্বার ওয়ান পার্ট টু-এর শ্যুাটিং শেষ করে সারা এবং বরুণ নিজেরাই ছবির প্রমোশন শুরু করেছেন বলে জানা যাচ্ছে। যদিও করোনা আবহের জেরে আগের মতো প্রমোশন আর কোনও তারকাই করতে পারছেন না বর্তমানে। 

সারা আলি খান এবং বরুণ ধাওয়ানের চার্চে গিয়ে চুম্বনের ছবি প্রকাশ্যে আসতেই অনেকে বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করেন। চার্চের ভিতরে গিয়ে বরুণ, সারা কীভাবে ওই ফটোশ্যুট করলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।
  
সম্প্রতি কারিনা কাপুর খানের টক শোয়ে হাজির হন বরুণের বান্ধবী নাতাশা দালাল। যেখানে নাতাশাকে বরুণ ধাওয়ানের প্রেমিকা বলে সম্মোধন করেন। পাশাপাশি হাতের কাজ শেষ হলেই নাতাশার সঙ্গে বরুণ সাতপাকে বাঁধা পড়বেন বলেও আভাস দেন। 

এদিকে কুলি নাম্বার ওয়ান পার্ট টু-এর শ্যুটিং শেষ করে সারা আপাতত ব্যস্ত আতরঙ্গি রে-এর শ্যুটিংয়ে। অক্ষয় কুমার, ধানুষের সঙ্গে সারা ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন। আতরঙ্গি রে-তে শাহজাহানের লুকে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছেন অক্ষয় কুমার।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি