ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শিল্পকলায় অভিনেতা কাদেরকে শেষ শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ২৬ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৬:১২, ২৬ ডিসেম্বর ২০২০

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই। তাকে শেষ শ্রদ্ধা জানাতে দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনা হয়। সেখানে কিছু সময় তার মরদেহ রাখা হয়।

আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জানিয়েছেন, মিরপুরের বাসাসংলগ্ন মসজিদে জানাজা শেষে আজ শনিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর অভিনেতার মরদেহ শিল্পকলায় নেওয়া হয়।

উল্লেখ্য, আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা আব্দুল কাদের। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আবদুল কাদের। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাঁকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরে অবস্থিত সিএমসি হাসপাতালে নেওয়া হয়। তবে তার রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন ভারতের চিকিৎসকরা।

পরে দেশে ফিরিয়ে এনে রাজধানীর এভারকেয়ার হাসপালে ভর্তি করা হয় কাদেরকে। সেখানে চলছিল তাঁর চিকিৎসা। আজ সকালে সব চিকিৎসার ঊর্ধ্বে চলে যান তিনি। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি