ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

লাইফ সাপোর্টে অভিনেত্রী তারিনের বাবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২৮ ডিসেম্বর ২০২০

বাবার সঙ্গে অভিনেত্রী তারিন

বাবার সঙ্গে অভিনেত্রী তারিন

অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহানকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এ তথ্য ফেইসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তারিন নিজেই। তার বাবার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

অভিনেত্রী তারিন লেখেন, ‘আমার বাবা, আমার শক্তি। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমি কেবল আপনাদের আন্তরিক প্রার্থনা কামনা করছি।’

জানা গেছে, মো. শাহজাহানকে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী ও মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট টেলিভিশনের জনপ্রিয় এ তারকা। 

উল্লেখ্য, তারিন জাহানের জন্মস্থান নোয়াখালী। ১৯৮৫ সালে শিশু শিল্পী হিসাবে ছোট পর্দায় পথ চলা শুরু করেন। দীর্ঘদিন ধরেই তিনি মুগ্ধতা দিয়ে চলেছেন টিভি দর্শকদের।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি