ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

কন্যা সন্তানের মা হলেন অপি করিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২৯ ডিসেম্বর ২০২০

জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ও নির্মাতা এনামুল করিম নির্ঝর দম্পতির ঘর আলো করে নতুন অতিথি এসেছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে সোমবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তাদের ঘরে এই প্রথম সন্তান এলো।

এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘মা ও সন্তান দুজনই ভালো আছে। ২০২০ সালে অনেক হারানোর বছরে ভালো একটা সংবাদ পেলাম।’

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘অভিনন্দন সৈয়দা তুহিন আর করিম (অপি করিম)! খুব খুশি হয়েছি তুমি মা হয়েছ। কন্যা মানে একজন জুনিয়র অপির জন্ম হলো। বাবা মায়ের রাজকন্যা ভাল থাকুক। সুস্থ আর নিরাপদ থাকুক।’

এদিকে নাতনি হওয়ার খবরে অপি করিমের মা শাহান আরা করিম ভীষণ আনন্দিত। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি।

২০১৬ সালের ৭ জুলাই এনামুল করিম নির্ঝর ও অপি করিম ভালবেসে বিয়ে করেন। বিনোদন অঙ্গনের বাইরে তারা দুজনই স্থপতি। 

জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি শেষ করে অভিনয়ে ক্যারিয়ার গড়েন অপি করিম। এছাড়া মডেলিং ও উপস্থাপনা করেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি