ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

‘সুন্দর জাতি গঠনে সস্তা নয় সুস্থ বিনোদন প্রয়োজন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ২ জানুয়ারি ২০২১ | আপডেট: ২০:১৮, ২ জানুয়ারি ২০২১

রুচিহীন সস্তা বিনোদন নয়, সুস্থ সুন্দর জাতি গঠনে প্রয়োজন সুস্থ বিনোদন। এর মাধ্যমে যেনো আমাদের তরুন প্রজন্ম সঠিক মানসিক বিকাশ ও যথাযথ মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে। 

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ধারণকৃত ‘ক্যাফে আড্ডা’ নামক একটি অনুষ্ঠানে দেশের বিনোদন জগত নিয়ে এ কথা বলেন দেশের জনপ্রিয় স্টান্ডআপ কমেডিয়ান, অভিনেতা ও ইউটিউবার আনোয়ারুল আলম সজল। 

অনুষ্ঠানে নতুন বছরে নিজের কাজ নিয়ে পরিকল্পনাসহ ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের দেশের তরুণ তরুণীরা সস্তা জনপ্রিয়তার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যম বেছে নিচ্ছেন, এতে একদিকে তাদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার যথাযথ বিকাশ হচ্ছে না। অপরদিকে, ডেডিকেশন আর ডিটারমিনেশনের অভাবে তারা হারিয়ে যাচ্ছে ও খুব সহজেই।  

মোঃ শরিফুল ইসলামের উপস্থাপনায় ক্যাফে আড্ডা অনুষ্ঠানটি খুব শীঘ্রই দেখা যাবে একটি ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, মিরাক্কেল অনুষ্ঠান খ্যাত সজল বর্তমানে নাটকে অভিনয়, উপস্থাপনাসহ বিভিন্ন কাজ নিয়ে পার করছেন ব্যস্ত সময়।এছাড়াও সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক ব্যতিক্রমী বিভিন্ন পরিকল্পনা নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি