ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আবারও নাটকে ফিরলেন আজিজুল হাকিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৯ জানুয়ারি ২০২১

করোনামুক্ত হয়ে অবশেষে শুটিংয়ে ফিরেছেন অভিনেতা আজিজুল হাকিম। গত বৃহস্পতিবার ‘স্বর্ণমানব-৪’ নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি।

ড. মইনুল খান রচিত এ নাটকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। এর আগে একই নাটকের আরও তিনটি সিকুয়াল প্রচার হয়েছে। এতে আজিজুল হাকিমের চরিত্র আগের মতোই, একজন গোয়েন্দা মহাপরিচালকের।

এ নিয়ে আজিজুল হাকিম বলেন, ‘সর্বোচ্চ সতর্কতা নিয়ে শুটিংয়ে ফিরেছি। এই ফেরায় অনেক আনন্দ। যেমন আনন্দ হয়েছিল হাসপাতাল থেকে বাসায় ফেরার পর। তবে শুটিং নিয়মিত করার ইচ্ছা আমার নেই। যেটুকু না করলেই নয়, সেটুকু করব। আমার জন্য যেন নির্মাতা বা প্রযোজক বিপদে না পড়েন, সেটা লক্ষ্য রাখছি সবার আগে।’

অভিনেতা আরও জানান, তার শরীর এখন সম্পূর্ণ সুস্থ। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত শুটিংয়ে নিয়মিত হবেন না তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি