ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ওরস্যালাইনের বিজ্ঞাপনে শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ১৩ জানুয়ারি ২০২১

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। যদিও তিনি বড় পর্দার তারকা। তবে এবার আবারও তাকে দেখা যাবে ছোট পর্দায়। নতুন বছরের শুরুতেই এসএমসি ওরস্যালাইন-এনের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি। এটি নির্মাণ করছেন ‘হাসিনা : আ ডটারস টেল’খ্যাত নির্মাতা পিপলু খান।

এরই মধ্যে বিএফডিসির জসিম ফ্লোরে এর দৃশ্য ধারণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা পিপলু খান। এর আগেও শাকিব ওরস্যালাইনের বিজ্ঞাপন করেছিলেন। সেখানে নিজ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তবে নতুন বিজ্ঞাপনে একেবারে ভিন্নভাবে উপস্থিত হবেন এই তারকা।

বিজ্ঞাপন প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘সিনেমায় মানুষ আমাকে যেমন দেখে বিজ্ঞাপনও অনেকটা তেমন। খুব সাধারণ কনসেপ্ট, কিন্তু দেখানো হচ্ছে অসাধারণভাবে।’

শিগগির শাকিব খানের এই এসএমসি ওরস্যালাইন-এনের বিজ্ঞাপনটি দেশের সব টিভি চ্যানেল ও সামাজিক মাধ্যমগুলোতে প্রচারে আসবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি