ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

আরও তিন সিনেমায় জুটিবদ্ধ সাইমন ও মাহি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ১৮ জানুয়ারি ২০২১

সাইমন সাদিক ও মাহিয়া মাহি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটিদের অন্যতম। ২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’  সিনেমায় প্রথমবার জুটি বেঁধে বড় পর্দায় হাজির হন এই জুটি। দারুণ ব্যবসাসফল এই সিনেমাটির পর কেটে যায় পাঁচটি বছর।

দীর্ঘ এই পাঁচ বছর পর মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমায় তাদের আবারও একসঙ্গে দেখা যায়। একই পরিচালকের ‘আনন্দ অশ্রু’ সিনেমাতেও অভিনয় করেন দুজন। সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

আর এবার তারা জুটি হলেন আরও তিনটি সিনেমায়। সোমবার (১৮ জানুয়ারি) ‘গ্যাংস্টার’, ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ নামের সিনেমা তিনটিতে চুক্তিবদ্ধ হন সাইমন ও মাহি। বিষয়টি নিশ্চিত করেছেন সাইমন নিজেই।

সাংবাদিকদের সাইমন জানান, সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তিনটি সিনেমাতেই তার বিপরীতে থাকছেন মাহিয়া মাহি। এর মধ্যে ‘গ্যাংস্টার’ সিনেমাটি পরিচালনা করবেন শাহীন সুমন এবং ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ নামের দুটি সিনেমা বানাবেন পরিচালক শামীম আহমেদ রনি।

এদিকে, ধারাবাহিকভাবেই সিনেমা তিনটির শুটিং হবে এবং চলতি বছরেই সিনেমা তিনটির মুক্তির ব্যাপারে আশাবাদী প্রযোজক সেলিম খান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি