ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিয়ের সাজে আলিয়া ভাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২১

বিয়ের সাজে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছড়িয়ে পড়ে অন্তর্জালে। পিচ রঙের লেহঙ্গা পরে, মেহন্দির সাজে দেখা যায় আলিয়াকে। রাজি অভিনেত্রীর যে ছবি ভাইরাল হয়, সেখানে তাঁর সঙ্গে দেখা যায় জনপ্রিয় মেহন্দি শিল্পী বীণা নাগডাকে। হাতে মেহন্দি পরেই বীণা নাগডার সঙ্গে পোজ দেন আলিয়া।

তবে বিয়ের সাজে থাকলেও মূলত এটি বিয়ের ছবি নয়। মূলত একটি বিজ্ঞাপনের শ্যুটিং উপলক্ষ্যেই মেহন্দি পরে লেহেঙ্গায় সেজে ক্যামেরার সামনে পোজ দেন আলিয়া। অভিনেত্রীর ওই ছবি দেখে তার ভক্তরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করেন। যার মধ্যে অন্যতম, রণবীরের সঙ্গে আলিয়া কবে বিয়ের পিঁড়িতে বসেছেন! যদিও সে বিষয়ে আলিয়া কোনও মন্তব্য করেননি।

এদিকে শাহিন ভাট, আকাঙ্খা রঞ্জন কাপুরদের সঙ্গে আলিয়া যখন মালদ্বীপে ছুটি কাটাতে যান, সেই সময় আচমকাই রণবীরের কাকা রাজীব কাপুরের মৃত্যু হয়। রাজীব কাপুরের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি মুম্বাইতে ফিরে আসেন আলিয়া। আলিয়ার সেই ছবিও ধরা পড়ে পাপারাৎজির ক্যামেরায়।

প্রসঙ্গত চলতি বছর শুরুর আগে রণবীর কাপুরদের সঙ্গে রণথম্ভোরে বেড়াতে যান আলিয়া ভাট। ওই সময় রণবীরের সঙ্গে আলিয়ার বাগদান সম্পন্ন হবে বলে শোনা যায়। যদিও সমস্ত জল্পনা উড়িয়ে মুখ খোলেন রণধীর কাপুর। তিনি জানান, এই মুহূর্তে বিয়ে করছেন না রণবীর। নির্দিষ্ট সময়ে রণবীর, আলিয়ার বিয়ের খবর জানানো হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন রণবীর কাপুর। জানা যায়, হৃষি কাপুরের মৃত্যুর এক বছর কাটার পর তবেই রণবীর-আলিয়া হয়ত বিয়ের পিঁড়িতে বসবেন। যদিও হৃষি কাপুরের মৃত্যুর এক বছরের আগেই চলে যান রাজীব কাপুর।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি