ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনার টিকা নিলেন আলমগীর-রুনা দম্পতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১৫ ফেব্রুয়ারি ২০২১

এ পর্যন্ত দেশে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন এবং নারী দুই লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও একে একে টিকা গ্রহণ করছেন। এবার টিকা নিলেন চলচ্চিত্রের খ্যাতিমান অভিনয়শিল্পী আলমগীর ও বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। 

পারিবারিক ও বাড়ির অন্য সদস্যদের নিয়ে এই দম্পতি গতকাল রোববার সকালে ঢাকার শেরেবাংলা নগর এলাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনার টিকা নেন।

এ বিষয়ে রুনা লায়লা বলেন, ‘আমাদের পুরো পরিবার এবং স্টাফসহ নয়জন টিকা নিয়েছি। এত চমৎকার পরিবেশ, টিকা নেওয়াও এত সহজ হবে, ভাবতে পারিনি। হাসপাতালে সবাই বেশ আন্তরিকভাবে ভ্যাকসিন দেওয়ার কাজটি সেরেছেন।’

সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে রুনা লায়লা বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, এখানে ভয় ও চিন্তার কিছু নেই। নিজেরা করোনার টিকা নিন এবং আশপাশের সবাইকে করোনার টিকা নিতে উৎসাহিত করুন।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি