ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘অপারেশন সুন্দরবন’র টিজার প্রকাশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০২১

প্রকাশ করা হলো র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়ে সিনেমা ‘অপারেশন সুন্দরবন’র টিজার। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে একটি ওয়েব সাইট।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আর্মি গলফ ক্লাবে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে টিজার এবং ওয়েবসাইট উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। 

সিনেমাটি সুন্দরবনের জল-প্রকৃতি, সাধারণ মানুষের সংগ্রামী জীবন আর র‌্যাবের সাঁড়াশি অভিযানের মধ্যে দিয়ে জলদস্যু মুক্ত করার কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। 

প্রায় তিন বছর ধরে কাজ করার পর ছবিটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে বলে জানান পরিচালক দিপংকর দিপেন। তিনি আশাবাদ জানিয়ে বলেন, সিনেমাটি ব্যাপক দর্শক প্রিয়তা পাবে। 

অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

আইজিপি বেনজীর আহমেদ বলেন, আমি গল্পটা যে সহজভাবে বলছি আসলে এটি এমন সহজ গল্প ছিল না। সুন্দরবন দেখতে সবুজ, এটা একধরনের কুহক এবং এখানে দিনের পর দিন অপারেশন করা, থাকা- এটা যে কতো চ্যালেঞ্জিং ওখানে না থাকলে না গেলে বুঝা যায় না।
ভিডিও :


এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি