ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কাজী হায়াৎ করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ১১ মার্চ ২০২১

দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও গল্পকার কাজী হায়াৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। গণমাধ্যমকে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন।

বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কাজী হায়াৎ বলেন, ‘আমার শরীরে করোনার কোন উপসর্গ নেই। তবে রিপোর্ট পজেটিভ আসায় বাসায় অবস্থান করছি। দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপরই শরীরে জ্বর অনুভব করেন তিনি। 

এই নির্মাতা বলেন, ‘গত ২ মার্চ করোনার টিকা নিয়েছি। এরপর থেকে ভালোই ছিলাম। গত ৬ মার্চ আমার শরীরে জ্বর আসে, তিনদিন পার হওয়ার পরও জ্বর ভালো হয়নি। পরে করোনা পরীক্ষা করাই, গতকাল রিপোর্ট পজেটিভ এসেছে।’
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি