ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রতারণার অভিযোগে মডেল ও অভিনেত্রী গ্রেফতার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১২ মার্চ ২০২১ | আপডেট: ১৫:৪৬, ১২ মার্চ ২০২১

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা

Ekushey Television Ltd.

সৌদি প্রবাসীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়ার মামলায় মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রোমানার সাথে ফেসবুকে পরিচয় হয় সৌদি প্রবাসী কামরুলের। পরে তারা বিয়ে করেন। এরপর গাড়ি ও ফ্ল্যাট কেনার কথা বলে বিভিন্ন সময়ে টাকা হাতিয়ে নেয় রোমানা। পরে ভয়ভীতি দেখিয়ে কামরুলকে তালাক দেয় স্বর্ণা। 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশীদ বলেন, দেশে বেশ কয়েকটি চক্র আছে, বিভিন্ন দেশের প্রবাসীদের টার্গেট করে প্রাতরণা করছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। 

ভিডিওতে দেখুন- 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি