ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আইসিইউতে চিত্রনায়ক ফারুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ১৩ মার্চ ২০২১

আকবর হোসেন পাঠান ফারুক

আকবর হোসেন পাঠান ফারুক

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মিয়া ভাইখ্যাত চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তাকে আইসিইউতে নেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন ফারুকের ভাতিজি অভিনেত্রী এবং উপস্থাপিকা আসমা পাঠান রুম্পা। 

তিনি জানান, গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন বরেণ্য এই অভিনেতা। নিয়মিত চেকআপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আজ শনিবার সকালে ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকি করে দেখা যায়, তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হন ফারুক। সিঙ্গাপুরে গিয়ে উন্নত চিকিৎসাও নেন তিনি। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা সাংসদ।

আকবর হোসেন পাঠান ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ অভিনেতা। বর্তমানে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সাংসদ। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি