ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ১৮ মার্চ ২০২১

টালিউডে ফের করোনার হানা। এবার আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে তিনি সিঙ্গাপুরে কোয়ারেন্টাইনে আছেন। সেখান থেকে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছেন তিনি। 

ওই পোস্টে ঋতুপর্ণা লিখেছেন, ‘আমার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। কিন্তু আমি সকলকে জানাচ্ছি আমি ঠিক আছি। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকল নিয়মবিধি আমি মেনে চলছি। আমি এখন সিঙ্গাপুরে। একটি কোভিড-১৯ রিকভারি সেন্টারে কোয়ারেন্টাইনে আছি। সকলে শান্ত থাকুন, সুস্থ থাকুন। আমার পরিবার এবং সহায়করা সকলে ঠিক আছেন। ধন্যবাদ এত ভালবাসার জন্য।’

কিছুদিন আগে জরুরি কাজের জন্য কলকাতায় এসেছিলেন তিনি। এরপরই এমন দুঃসংবাদ। ইনস্টাগ্রাম পোস্টে তার অনুরাগীরা শুভকামনা এবং সুস্বাস্থ্যের কামনা করছেন। 

ঋতুপর্ণার এ খবরে মুষড়ে পড়েছেন টালিপাড়ার তার প্রিয়জনেরা।

উল্লেখ্য, টালিউডে ঋতুপর্ণার আগে রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, আবির চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্যসহ আরও অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি