ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোয়াইন ফ্লুতে আক্রান্ত সোহম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ২১ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী নাকি অসুস্থ, সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত। শনিবার সকাল থেকেই ছড়িয়ে পড়ে এমন খবর। তাঁর সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর নিয়ে অবশেষে মুখ খুললেন সোহম। 

ফেসবুকে সোহম লেখেন, ‘আমার শুভানুধ্যায়ীরা, যাঁরা আমার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের উদ্দেশ্যে বলি উদ্বেগের কোনো কারণ নেই। বিভিন্ন পোর্টালে যা প্রকাশ করা হয়েছে, আমার শারীরিক অবস্থা অতটাও গুরুতর কিছুই নয়। সামান্য জ্বর হয়েছে। তাই রুটিন চেকআপে আমি একদিনের জন্য কলকাতায় ফিরি। তবে আমি এখন সম্পূর্ণ সুস্থ। 

তিনি আরও লেখেন, আগামিকালই আবারও সকলের সঙ্গে চণ্ডীপুরের মাটিতে দেখা হবে। আপনাদের সকলের ভালবাসা এবং উদ্বেগের জন্য আমি আবারো ধন্যবাদ জানাই। আমি একদম ঠিক আছি এবং আমার সমস্ত রিপোর্ট ভালো। টেস্টের কারণেই আমি একদিনের জন্য কলকাতায় ছিলাম।

জানা যাচ্ছে, জ্বর হওয়ার কারণেই সোহম বেশকিছু টেস্ট করাতে কলকাতায় এসেছিলেন। যে টেস্টগুলির মধ্যে সোয়াইন ফ্লু টেস্টও ছিল। সেখান থেকেই অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের চণ্ডীপুরের প্রার্থীর সোয়াইন ফ্লু হওয়ার ভুয়ো ছড়িয়ে পড়ে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি