ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

মালাইকার জন্য সাবেক স্বামী আরবাজের উপহার, বাক্স খুলতেই…

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২৪ মার্চ ২০২১ | আপডেট: ২০:১৪, ২৪ মার্চ ২০২১

নিজের সাবেক স্ত্রী মালাইকা আরোরার জন্য এক বাক্স উপহার পাঠিয়েছেন আরবাজ খান। বাক্স খুলতেই দেখা গেল তার ভিতরে ৫টি আম। প্রাক্তন দম্পতি যে এখনও নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখেছেন, তার প্রমাণ পেয়ে আপ্লুত নেটাগরিকরা।

তাদের ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে এখন তারা হাঁটছেন ভিন্নপথে। সালমান খানের ভাই আরবাজ খান ও মালাইকা আরোরার প্রেম নিয়ে মাতামাতি ছিল বলিউড পাড়ায়। কিন্তু ২০১৭ সালে একে অপরের থেকে আলাদা হয়ে যান বলিউডের এই ‘হট কাপল’। তাদের ছেলের তখন ১২ বছর বয়স। যদিও বলি মহলের গুঞ্জন, মালাইকার সঙ্গে অর্জুনের ঘনিষ্ঠতাই নাকি তাদের বিচ্ছেদের অন্যতম কারণ।

অর্জুন কাপূর ও মালাইকার নতুন প্রেমকাহিনি শুরু হয়। বলিউডে সেই জুটিকে নিয়েও মাতামাতি হতে দেখা যায়। কিন্তু মানুষের আগ্রহ ছিল, প্রাক্তন স্বামীর সঙ্গে এখনও কেমন সম্পর্ক মালাইকার? সে উত্তর মিলল বুধবার। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করলেন মালাইকা। একটি বড় বাক্সে ৫টি আম। 

ক্যাপশনে লেখা, ‘ধন্যবাদ আরবাজ।’ পাশে অনলাইনে আম সরবরাহকারী সংস্থাকে উল্লেখ করে টাটকা আমের জন্য তাদেরও ধন্যবাদ জানিয়েছেন মালাইকা। নীচে বড় বড় করে লেখা ‘এখনই অর্ডার করুন’। ছেলের সঙ্গে দেখা করার জন্য বা পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে আরবাজ ও মালাইকা দু’জনেই একসঙ্গে যান। এখনও তাদের বন্ধুত্ব রয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি