ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

বাবা হারালেন অভিনেত্রী অপি করিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ২৫ মার্চ ২০২১

কবি ও লেখক সৈয়দ আব্দুল করিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের বাবা।

বুধবার দিবাগত মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতা শামীম শাহেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপি করিমের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সেই সঙ্গে অপির স্বামী স্থপতি এনামুল করিম নির্ঝরও এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া চিত্রনাট্যকার ও গণমাধ্যম ব্যক্তিত্ব রুম্মান রশিদ খান জানান, বার্ধক্যজনিত নানা সমস্যা ছাড়াও শেষ দিকে আব্দুল করিমের ডায়াবেটিস ফল করে। রক্তে সুগার কমে গিয়েছিলো। বুধবার দিবাগত মধ্যরাতে নিজ বাসাতেই মৃত্যু বরণ করেন তিনি।

রুম্মান রশিদ জানান, সৈয়দ আবদুল করিমের ইচ্ছানুযায়ি আজিমপুর গোরস্থানে দাফন করা হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি