ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টিকা নেওয়ার ২১ দিনের মাথায় করোনা আক্রান্ত পরেশ রাওয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ২৭ মার্চ ২০২১ | আপডেট: ১৭:৪৬, ২৭ মার্চ ২০২১

টিকা নেওয়ার পর ‘ভি’ দেখান পরেশ

টিকা নেওয়ার পর ‘ভি’ দেখান পরেশ

Ekushey Television Ltd.

করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। শুক্রবার রাতে টুইট করে জানালেন অভিনেতা। এ দিকে, সপ্তাহ তিনেক আগে অভিনেতা প্রথম দফার কোভিড প্রতিষেধক নিয়েছেন।

গত ৯ মার্চ নিজের একটি ছবি পোস্ট করেছিলেন লোকসভার প্রাক্তন বিজেপি সাংসদ। ছবিতে দেখা গিয়েছিল, টিকা নিতে গিয়েছেন অভিনেতা। পাশে দাঁড়িয়ে এক স্বাস্থ্যকর্মী। হাতের মুদ্রায় ‘ভি’ (ভিক্টরি অর্থাৎ জয় অথবা ভ্যাক্সিন অর্থাৎ টিকা) দেখিয়ে বসে রয়েছেন পরেশ। 

ক্যাপশনে লিখেছিলেন, ‘ভি ফর ভ্যাক্সিন।’ দেশের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মতো কোভিড যোদ্ধাদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছিলেন সেই পোস্টেই।

শুক্রবার রাতে জানা গেল, সেই অভিনেতা-ই করোনার কবলে। টুইট করে জানালেন, ‘দুর্ভাগ্যবশত কোভিডে আক্রান্ত হয়েছি। গত ১০ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করছি, কোভিডের পরীক্ষা করিয়ে নিন’।

মহারাষ্ট্রে ফের করোনার দাপট বাড়তেই বলিউডে তার আঁচ এসে পড়েছে। আমির খান, মিলিন্দ সোমন, আর মাধবন, তারা সুতারিয়া, গওহর খান, সঞ্জয় লীলা ভন্সালী, রণবীর কাপূরের মতো আরও অনেক তারকার কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। অনেকেই অবশ্য ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে। অন্য দিকে, কোভিডের টিকা নেওয়ার ব্যাপারেও তৎপর শিল্পীরা। পরেশ ছাড়াও প্রতিষেধক নিয়েছেন অনুপম খের, নীনা গুপ্ত, সালমান খান, সঞ্জয় দত্ত প্রমুখ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি