ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার করোনায় কাবু অক্ষয় কুমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ৪ এপ্রিল ২০২১

বলিউড অভিনেতা অক্ষয় কুমার

বলিউড অভিনেতা অক্ষয় কুমার

Ekushey Television Ltd.

আমির খান, আলিয়াদের পর মহামারী করোনায় এবার কাবু হলেন বলিউডের ফিট অভিনেতা অক্ষয় কুমার। আজ রোববার সকালে নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানালেন অভিনেতা। 

টুইটে তিনি লেখেন, 'আজ (৪ এপ্রিল) সকালে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপতত হোম কোয়ারেন্টাইনে আছি। প্রয়োজনীয় মেডিকেল পরামর্শের অধীনে রয়েছি'। 

পাশাপাশি গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সকলে করোনা পরীক্ষা করিয়ে নেয়ার অনুরোধ করেছেন তিনি। অভিনেতা বলেন, ‘আমি আশাবাদী দ্রুত কাজে ফিরব’।

এদিকে, রাম সেতু সিনেমার শুটিং করতে গিয়েই কি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন অভিনেতা! এ নিয়েই প্রশ্ন উঠেছে। তবে সেখানে স্বাস্থ্য বিধি মেনেই কাজ চলছিল বলে জানা গেছে। 

গত ৩০ মার্চ থেকে মুম্বাইয়ে সিনেমাটির শ্যুটিং শুরু হয়। আর এই সময় যে হারে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা খুবই ভয়াবহ। এমনই মুহূর্তে বলিউডের আপাত দৃষ্টিতে সবচেয়ে ফিট অভিনেতা অক্ষয় কুমার। তাঁকেও কাবু করল করোনা।

উল্লেখ্য, মুম্বাইয়ে যে ছবির শুটিং চলছিল, তাতে অভিনয়ে করছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচাসহ অনেকে।

এদিকে, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন আলিয়া ভাট, কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো বলিউড তারকারা। -জি নিউজ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি