ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনার টিকা নিলেন শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ৬ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সংবাদটি তিনি নিজেই প্রকাশ করেছেন। সোমবার (০৫ এপ্রিল) দুপুরে শাকিব খান তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেন। এতে তিনি জানা যায়, রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গিয়ে তিনি টিকা নেন ঢালিউড কিং।

শাকিব খান লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলাম।’

এর আগে সিনেমা, সংগীত ও নাটক অঙ্গনের অনেক তারকাকে টিকা নিতে দেখা গেছে।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় শুরু হয়েছে লকডাউন। সেই সঙ্গে সমান তালে এগিয়ে চলছে টিকা প্রদান কর্মসূচী। প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়াও চলছে। 

উল্লেখ্য, শাকিব খান বর্তমানে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। কয়েকদিনের মধ্যে এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এতে শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক। এরই মাঝে তিনি টিকা নেওয়ার কাজটি শেষ করলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি