ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুচিত্রা সেনের ৯০তম জন্মদিন পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ৭ এপ্রিল ২০২১

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন। ৬ এপ্রিল ছিল তার ৯০তম জন্মদিন। শ্রদ্ধা ও ভালোবাসায় পাবনায় পালন করা হয়েছে দিনটি। 

এ উপলক্ষে মঙ্গলবার সকালে কিংবদন্তির জন্মভিটা পাবনার গোপালপুর হেমসাগর লেনে স্থাপিত সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু ও যুগ্ম সম্পাদক কামাল আহমেদ সিদ্দিকী এই শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য চন্দন কুমার দত্ত, শেখ সাব্বির আহমেদ প্রমুখ। করোনার কারণে এবার স্বল্প পরিসরে মহানায়িকার জন্মদিন পালন করা হয়। 

আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা শহরের হেমসাগর লেনের একটি বাড়িতে জন্মগ্রহণ করেন। পরে তার ওই বসতভিটা স্বাধীনতাবিরোধী গোষ্ঠী অবৈধভাবে দখল করে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি