ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘এটা ভয়ঙ্কর সময়’ বললেন করোনা আক্রান্ত অর্জুন রামপাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ১৮ এপ্রিল ২০২১

করোনার থাবা ক্রমাগিত প্রসারিত হচ্ছে বি-টাউনে। একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। এবার করোনার কবলে মডেল, অভিনেতা অর্জুন রামপাল। কোভিড পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন অর্জুন।

ইনস্টাগ্রামে অর্জুন লিখেছেন, ‘আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমার করোনার কোনও লক্ষণ নেই, তবে আমি নিজেকে বাড়িতে বন্দি রেখেছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যাঁরা গত ১০ দিনের মধ্যে আমার সংস্পর্শে এসেছেন, তারা অনুগ্রহ করে টেস্ট করিয়ে নিন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এটা আমাদের জন্য ভীষণই ভয়ঙ্কর একটা সময়, যদি আমরা এই সময় সচেতনতা অবলম্বন করতে পারি, তাহলেই আমরা ভবিষ্যতে ভালো থাকব। আমাদের একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়তে হবে।’

অর্জুনের করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। শনিবারই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সোনু সুদ। যিনি কিনা গত লকডাউনে, কঠিন সময়ে দেশের গরিব মানুষের পাশে ছিলেন সেই সোনুর করোনা আক্রান্ত হওয়ার খবরে মন খারাপ অনুরাগীদের।

সম্প্রতি আলিয়া ভাট, অর্জুন কাপুর, ভূমি পেডনেকর, ক্যাটরিনা কাইফ, অক্ষয় কুমার, কার্তিন আরিয়ান সহ বহু তারকাই করোনার কবলে পড়েছিলেন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি