ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

টিকা নিলেন মাহি, পাশে ছিলেন ডিএ তায়েব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ২২ এপ্রিল ২০২১

করোনার টিকা নিয়েছেন মাহিয়া মাহি। ফেইসবুকে ছবি ও বিস্তারিত বর্ণনা দিয়ে খবরটি নিজেই নিশ্চিত করেছেন এ নায়িকা।

এ নিয়ে বুধবার বেশ কিছু ছবি শেয়ার করেন নায়িকা। সেখানে তার সঙ্গে ছিলেন অভিনেতা ডি এ তায়েব ও স্বাস্থ্যকর্মীরা।

মাহি লেখেন, ‘মা মুরগি যেমন পাখা দিয়ে তার সন্তানদের ঢেকে রাখে তেমন করে আগলে রাখা মানুষের সংখ্যা আমার জীবনে খুব কম। উম্ ... ৩/৪ জন হবে। যাদের অবদান আমি আমৃত্যু ভুলবো না ইনশাআল্লাহ। তায়েব ভাইয়া তাদের মধ্যে একজন।’

‘প্রিয় তায়েব ভাইয়া, ধরেন আমি আর আপনি খালের ওপরের একটা ছোট্ট সাঁকো পার হবো বলে ঠিক করেছি। কাহিনি সেটা না, কাহিনি হলো হাত কিন্তু শক্ত করে আপনি আমারটা ধরে রাখবেন, আমাকে আপনার হাত ধরতে বলবেন না। কারণ কোন রকমে পা পিছলে গেলে আমি হয়তো আপনার হাত ছেড়ে দিতে পারি কিন্তু আমি ৯৭৫% শিওর আপনি আমার হাত মরে গেলেও ছাড়বেন না।’

মাহি জানান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মা-বাবাসহ টিকা নিয়েছেন তিনি। হাসপাতালের পরিবেশ ও অন্যদের প্রশংসাও করেন অভিনেত্রী।

তায়েবের সঙ্গে ‘অন্ধকার জগৎ’ সিনেমাতে অভিনয় করেছেন মাহি। সিনেমাটি পরিচালনা করেন বদিউল আলম খোকন। এ ছাড়া গত বছর ইফতেখার চৌধুরী পরিচালিত আরেকটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি