ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রবীণ অভিনেতা তবিবুল ইসলাম বাবু মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ২৪ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যদল ‘নাট্যজন’-এর সভাপতি ও গ্রুপ থিয়েটার আন্দোলনের অন্যতম পুরোধা তবিবুল ইসলাম বাবু (৭৭)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কামাল বায়েজিদ জানান, তবিবুল বার্ধক্যজনিত নানা অসুখে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসারত অবস্থায় করোনায় আক্রান্ত হন তিনি। তাকে আজ শনিবার রায়েরবাজার কবরস্থানে দাফন করা হবে।

প্রবীণ মঞ্চ অভিনেতা তবিবুল দীর্ঘ সময় মঞ্চে কাজ করেছেন। মঞ্চজীবনে পেয়েছেন অনেক সম্মানও। তার অভিনীত মঞ্চনাটকগুলোর মধ্যে আছে- ক্ষতবিক্ষত, সাতঘাটের কানাকড়ি, শেষ রক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বোন। টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন প্রবীণ এই অভিনেতা। তানভীর মোকাম্মেল পরিচালিত জীবন ঢুলি সিনেমায়ও অভিনয় করতে দেখা গেছে তাকে। তবে জীবনের বেশিরভাগ সময় পার করেছেন মঞ্চের সঙ্গে।

তবিবুল ১৯৪৪ সালের ২৮ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার স্ত্রী অভিনেত্রী সাঈদা ইসলাম।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি