ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন আলমগীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ৬ মে ২০২১

করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জনপ্রিয় অভিনেতা আলমগীর। এ খবর নিজেই জানিয়েছেন কিংবদন্তি এ অভিনেতা। 

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে সুস্থ হয়ে বাসায় ফিরেছি। চিকিৎসকরা বাসায় যথেষ্ট সচেতনতার মধ্যে থাকতে পরামর্শ দিয়েছেন। বাইরে খুব কম বের হতে হবে এবং যত বেশি পারা যায় বিশ্রামে থাকতে হবে। আমিও যথাসাধ্য চেষ্টা করব চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।’

এ সময় ডাক্তার ও নার্সদের আন্তরিক সেবার প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন আলমগীর।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন আলমগীর। সেখানে অধ্যাপক ডা. রাশেদুল হাসান কনক, ডা. হুমায়ূন কবির কল্লোল ও ডা. তানজিনা হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা চলে আলমগীরের। 

উল্লেখ্য, পারিবারিক টানাপড়েন, সামাজিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে সফল আলমগীর। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি