ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় মনটা ভারাক্রান্ত: শাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ১৯ মে ২০২১

শোবিজ অঙ্গনের অনেক তারকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য সংগ্রহকালে লাঞ্ছনার শিকার হওয়া সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে অন্যায় আচরণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার ঢালিউড কিং শাকিব খানও উদ্বেগ জানিয়ে বলেছেন, ‘দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়’।

বুধবার (১৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন শাকিব খান।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘দুদিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাঁকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে!’

‘একজন সৎ সংবাদকর্মী তো কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন। বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়।’’ লেখেন শাকিব খান।

তিনি আরও লেখেন, ‘‘দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে রোজিনা ইসলাম দেশে ও দেশের বাইরে থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। এ পর্যন্ত তিনি যেসব অসংগতি, দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন, সেগুলোর সবই কাঠখড় পুড়িয়ে বের করে আনা তথ্য; যা বস্তুনিষ্ঠ এবং জনগণের মঙ্গলময়। 

কিন্তু সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়। এতে করে স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে। আদালতের মাধ্যমে রোজিনা ইসলাম যেন শতভাগ ন্যায়বিচার পান সেই কামনা করছি।’’

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি