ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অবশেষে ভেঙে গেল নায়িকা মাহির সুখের ঘর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ২৩ মে ২০২১

স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে মাহিয়া মাহি, ছবি- ফেসবুক থেকে নেয়া।

স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে মাহিয়া মাহি, ছবি- ফেসবুক থেকে নেয়া।

অবশেষে সত্যি হলো গুঞ্জন। ভেঙেই গেল নায়িকা মাহিয়া মাহির সুখের ঘর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই খবরটি জানালেন মাহি। তবে ঠিক কবে এবং কী কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন- তা জানাননি নায়িকা।

শনিবার (২৩ মে) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে স্ট্যাটাস দেন মাহি। 

তিনি লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতার। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেক। আমি তোমাদের আজীবন মিস করব।’

শনিবার রাতে দেশীয় একটি সংবাদমাধ্যমকেও মাহি বলেন, ‘বিষয়টি সত্যি। তবে অনুরোধ করব নেতিবাচক কিছু না লেখার। আমি চাই পরস্পরের সম্মানবোধটা বাঁচুক।’

২০১৬ সালে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন মাহি। সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন নায়িকা। গেল কয়েক বছরে একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও সেগুলো উড়িয়ে দিয়েছিলেন তিনি। 

অপুর সাথে ফেসবুকে ছবি-স্ট্যাটাস, শ্বশুর বাড়ি ঘুরতে যাওয়ার ভিডিও প্রকাশ করেছিলেন নিজের ফেসবুকে। তা দেখে বোঝাই যাচ্ছিল মাহির সংসার ভালোই চলছে। কিন্তু হঠাৎ সেখানে বিচ্ছেদের সুর বেজে উঠল। মাহিও কিছুদিন ধরে ফেসবুক স্ট্যাটাসে তা বোঝানোর চেষ্টা করেছেন।

শনিবার (২১ মে) একটি স্ট্যাটাসে মাহি লেখেন, ‘কখনও সম্পর্কের চেয়ে আত্মসম্মান বেশ গুরুত্বপূর্ণ।’

তার আগে ১২ মে অপুর সাথে দুটি ছবি শেয়ার করে মাহি লেখেন, ‘গত ৮৬৪০০ মিনিট ধরে ভাবছি তোমাকে নিয়ে গুনে গুনে ৫১টা লাইন লিখবো। কিন্তু কিভাবে যে লিখবো, ঠিক কোত্থেকে শুরু করবো সেটাই ভেবে পাচ্ছি না। আচ্ছা আমি কি আর কোনোদিন গুছিয়ে কথা বলাটা শিখব না, তাই না? তুমি তো আমাকে কিছুই শিখাতে পারলা না, এটাই কি ঠিক?’

যদিও গত ২১ মে আরেক পোস্টে মাহি ছন্দে ছন্দে লেখেন- 

প্রেম যেনো পূর্ন হলো

যেনো সত্যি হলো

তোর অবাক চোখের ইশারায়। 

শেষে একটা লাভ রিঅ্যাক্টও দেন নায়িকা। তবে কথাগুলো কার জন্য বা কাকে উদ্দেশ্য করে লিখেছেন- তা পরিষ্কার করেন নি মিষ্টি এই অভিনেত্রী।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি