ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাধে-র খারাপ রিভিউ! মামলা করলেন সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ২৬ মে ২০২১

রাধে নিয়ে বেশ সমালোচার মুখে আছেন বলিউড সুপারস্টার সালমান খান। সিনেমাটি দর্শকদের মন ভরাতে পারেনি। তাই নাজেহাল হতে হচ্ছে বলিউড ভাইজানকে।

এবার মামলা দিয়ে খবরের শিরোনাম হলেন তিনি। এর নেপথ্যে কারণ রাধে। সদ্য মুক্তি পাওয়া এই ছবি নিয়ে বেশ খানিকটা ফ্যাঁসাদেই পড়েছেন সল্লু ভাই। এবারে মানহানির মামলাই করে বসলেন। অভিনেতা কমল আর খানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ভাইজান। 

সালমান খানের পক্ষ থেকে আইনী নোটিসও পাঠানো হয়েছে কমল আর খানকে। রাধে ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছে সালমান খান। 

‘রাধে মোস্ট ওয়ান্টেট ভাই’ মুক্তি পেয়েছে সোমবার। তারপর থেকে খারাপ রিভিউতে ভরে যায় সাংবাদমাধ্যম। কমল আর খান টুইট করে জানান, রাধের রিভিউ করার জন্য আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সালমান। 

রিপোর্ট অনুযায়ী, সালমানের টিম যত তাড়াতাড়ি সম্ভব মামলার শুনানি চান।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি