ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

‘আমি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬, ৮ জুন ২০২১

সম্পর্কে ফাটল ধরেছে গত বছরেই। সেই তিক্ততা ভুলে আবারও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার করতে চান রোশন সিং। হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটা আইনি সংস্থান রয়েছে। সোমবার (৭ জুন) সেটির মাধ্যমেই আপাতত বিবাহবিচ্ছেদ রুখে দিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অভিনেত্রী স্ত্রীর সঙ্গে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছেন না রোশন। আদালতের দ্বারস্থ হয়েছেন নিজেদের সম্পর্কে বাঁচিয়ে তোলার তাগিদেই। নিন্দুকেরা মনে করছেন, বিবাহবিচ্ছেদের পর খোরপোশের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্যই এই পদক্ষেপ নিয়েছেন রোশন।

তবে রোশন মনে করেন, শ্রাবন্তীর যেমন জীবন যাপনের জন্য রোশনের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবলমাত্র অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান।

যদিও এই বিষয়ে এখন পর্যন্ত অভিনেত্রীর তরফ থেকে কোনও মতামত জানা যায়নি। তবে আগামী জুলাই মাসে রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছে আদালত। সূত্র- আনন্দবাজার।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি