ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কী নিয়ে ব্যস্ত আছেন বুবলী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ১৯ জুন ২০২১ | আপডেট: ১১:৩৫, ১৯ জুন ২০২১

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছেন তিনি। হঠাৎ করেই দীর্ঘদিন শুটিংয়ের বাইরে ছিলেন এই নায়িকা। আর তা নিয়েই শুরু হয় গুঞ্জন। তবে চলতি বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন সাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করা এই তারকা। জানিয়েছিলেন- দ্রুতই সিনেমা নিয়ে ব্যস্ত হবেন তিনি। কথার সাথে কাজের মিলও পাওয়া গেছে। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হালের এ নায়িকা। 

বুবলী এখন কাজ করছেন অ্যাকশন নির্ভর ‘রিভেঞ্জ’ সিনেমায়। প্রযোজক মো. ইকবাল পরিচালিত এ সিনেমাতে বুবলীর বিপরীতে আছেন রোশান। গত তিনদিন ধরে এই সিনেমার শুটিং করছেন তিনি।

এ নিয়ে নায়িকা বলেন, ‘সবকিছু সুন্দরভাবে হচ্ছে। আমি খুবই আশাবাদী। এই সিনেমাতে আমার চরিত্রটি চ্যালেঞ্জিং। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।’

সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। যেখানে পুলিশের পোশাক পরা বুবলীর অন্যরকম লুকের প্রশংসা করছেন দর্শকরা। অনুরাগ ট্রেডার্স প্রযোজিত সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা আছে। 

এর আগে বুবলী শুটিং করেন তপু খানের পরিচালিত সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’-এ। এই সিনেমার মধ্য দিয়ে অনেকদিন পর ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয়ে ফিরেন বুবলী। 

অপরদিকে ঈদের আগে তিনি শেষ করেছেন ‘চোখ’ সিনেমার ডাবিং। সবমিলিয়ে ফের বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

প্রসঙ্গত, বুবলী কয়েক বছর আগে শাকিব খানের সঙ্গে ‘বিদ্রোহী’- শিরোনামের একটি সিনেমার কাজ সম্পন্ন করেছিলেন। করোনাসহ নানা কারণে বেশ কয়েক দফায় সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে যায়। এবার সেই সিনেমাটিও মুক্তি দেয়া হচ্ছে। আগামী কোরবানির ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নিজস্ব ওটিটি প্ল্যাটফরম সিনেবাজ অ্যাপে মুক্তি পাবে সিনেমাটি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি