ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

তারকাদের নাম ভাঙিয়ে প্রচার বন্ধ হোক : চঞ্চল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ৩০ জুন ২০২১ | আপডেট: ১১:০৯, ৩০ জুন ২০২১

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। শোবিজ অঙ্গনের নানা অসংগতি নিয়ে মাঝে মাঝেই নিজের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার নাটক-সিনেমার মালিকানা সত্ত্ব নিয়ে কথা বললেন তিনি। অনেকটা চটেই গেলেন অভিনেতা। 

এ নিয়ে নিজের ফেসবুকে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ইদানিং দেখি দেশি বা বিদেশি ওটিটি প্লাটফর্মগুলোতে শিল্পীর নামে লেখা হয় অমুকের নাটক বা ওয়েব সিরিজ। যেহেতু শিল্পীদেরকেই দর্শকরা বেশি চেনেন, সেই ব্যবসায়িক সুযোগটা নেওয়ার জন্য এ রকম লেখা হচ্ছে। এবার বলুন তো, একটি নাটক বা সিনেমার মালিকানা কার? আসলে প্রডিউসারের। প্রচারের স্বার্থে যদি ডিরেক্টরের নাম যায়, তাও মেনে নেওয়া যায়।’ 

এ বিষয়ে উদাহরণ টেনে চঞ্চল আরো লেখেন, ‘গিয়াস উদ্দিনের সিনেমা মনপুরা বা অমিতাভ রেজার আয়নাবাজি। কিন্তু যদি লেখা হয় চঞ্চল চৌধুরীর তাকদীর। আমি বলবো, এটা ঠিক নয়। তাকদীর সৈয়দ শাওকীর বা হইচইয়ের। আমি এতে অভিনয় করেছি মাত্র। আমি বলবো, যার যার প্রাপ্তি তার তার হোক। নাম বিক্রি বন্ধ হোক। তারকার নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বা প্রচার বন্ধ হোক। নাটক বা সিনেমা টিম ওয়ার্ক।’ 

মালিকানা সত্ত্ব নিয়ে চঞ্চল চৌধুরীর এই স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই সাড়া ফেলেছে। দুই বাংলার তারকা-কলাকুশলীসহ ভক্তদের মাঝে এ নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে। শোবিজের অনেকেই তার এই পোস্টটি শেয়ার ও কমেন্টস করেছেন।

উল্লেখ্য, গত মে মাসেও ফেসবুকে নাটকের পোস্টার ও নির্মাণের গুরুত্ব নিয়ে নিজের মতামত প্রকাশ করেন চঞ্চল।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি