ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তানজিন তিশা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ১ জুলাই ২০২১

প্রিমিয়াম স্মার্টফোন ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি তিশার সঙ্গে চুক্তি সম্পাদন করে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুসারে ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ও বিভিন্ন ডিভাইসের প্রচারে তানজিন তিশাকে অংশ নিতে দেখা যাবে।

অনুভূতি জানিয়ে তানজিন তিশা বলেন, ‘প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও ভীষণ আশাবাদী। প্রযুক্তিগত মান, আধুনিক ডিজাইন এবং গুণগত মানের একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক সম্মানের।’

ইনফিনিক্সের বাংলাদেশ অফিস জানিয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তানজিন তিশার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়াতে সংশ্লিষ্ট সবাই খুবই আনন্দিত। আকর্ষণীয় ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোনটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপযুক্ত একজন প্রতিনিধি তানজিন তিশা। আশা করা যাচ্ছে, দেশজুড়ে ব্র্যান্ডটির সুনাম বাড়িয়ে তুলতে পারবেন তিনি।

এদিকে, এই চুক্তির ফলে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীদের সঙ্গে ইনফিনিক্সের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি