ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

এবার নিজের সম্পদের বর্ণনা দিলেন পরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ১ জুলাই ২০২১

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বোট ক্লাব কাণ্ডে শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন তিনি। আলোচনার পাশাপাশি সমালোচনাও কম হয়নি তাকে নিয়ে। নায়িকার বিলাসবহুল জীবন নিয়ে প্রশ্ন ওঠে সর্ব মহলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনায় আসে। এমনকি তার কর্মক্ষেত্রের পরিচিতজনেরাও আড়ালে এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এবার সেই কথার জবাব দিলেন নায়িকা।

পরীমনি ফেইসবুক পেইজে তার সম্পদের বিষয়টি উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন- ‘আজ এসব নিয়েও লিখতে হচ্ছে, ভাবতে কষ্ট হচ্ছে- সত্যি। বড় বড় সম্মানিত শিল্পীরাও পেছনে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙুল তুলতেও ছাড়লেন না আজ! একবার একটু জেনে নিতে পারতেন চাইলে। যাই হোক, এসবের একটু পরিত্রাণ দরকার এবার।’

পরীমনি গাড়ি এবং ফ্ল্যাটের বর্ণনা দিয়ে লিখেছেন- ‘আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে। এবং আমি একটি ভাড়া ফ্ল্যাটে থাকি।’

নিয়মিত কর প্রদান করেন জানিয়ে আলোচিত এই চিত্রনায়িকা লিখেছেন- ‘আমি আমার আয়ের হিসাব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা। আমার কোনো ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমনটা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরণ করবো ইনশাআল্লাহ।’

তিনি লিখেছেন- ‘মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতোটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ।’

উল্লেখ্য, পরীমনি অভিনীত সর্বশেষ সিনেমা ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেয়েছে কিছু দিন আগে। এছাড়া খুব শিগগিরই ‘বায়োপিক’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন এই নায়িকা। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি