ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী নাবিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ১ জুলাই ২০২১

মা হলেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আজ (১ জুলাই) আনুমানিক ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপিকা সামিয়া রহমান।

বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। মেয়ের জন্য দোয়া চেয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর আগে সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে ২০১৮ সালে তারা গাঁটছড়া বাঁধেন।

আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’র মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনা, মডেলিং ও নাটকে আগে থেকেই অভিনয় করলেও এই সিনেমাটি নাবিলার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করে। সিনেমাটিতে তার অভিনয় সব শ্রেণির দর্শকের মাঝে প্রশংসিত হয়। সেখান থেকে অনেকেই আয়নাবাজির নাবিলা বলেও সম্বোধন করে তাকে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি