ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এবার কলকাতার সিনেমায় মিথিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ১২ জুলাই ২০২১

রাফিয়াত রশিদ মিথিলা। দুই দশক ধরে মডেলিং ও টিভি নাটকে কাজ করলেও চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। চলতি বছরের মার্চে প্রথমবারের মতো সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। পরিচালক অনন্য মামুনের ‘অমানুষ’ নামে একটি সিনেমার শুটিং করেছেন। ঢাকার পর এবার কলকাতার সিনেমাতে অভিনয় করছেন তিনি। তাকে দেখা যাবে উইলিয়াম শেকসপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে পরিচালক রাজর্ষি দের ‘মায়া’ সিনেমায়। 

নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর কলকাতায় সংসার গুছিয়ে নিয়েছেন মিথিলা। এ মূহুর্তে মেয়ে আয়রাকে নিয়ে কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী। তবে সিনেমাটি নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাননি মিথিলা। 

পরিচালক রাজর্ষি দে বলেন, ‘মিথিলার আগের টিভির কাজগুলো দেখেছি। সিনেমার চিত্রনাট্য লেখার সময় ‘মায়া’ চরিত্রে তাকেই ভেবেছি। চিত্রনাট্য দেখার পর মিথিলা চরিত্র পছন্দ করেছেন। এতে মায়া তিন বয়সের তিন চরিত্রে কাজ করবেন।’

সিনেমাতে আরও অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, কণিকা ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস প্রমুখ।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি