ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাব্বির নাসিরের নতুন গান ‘আমি করি তোমার আশা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ১২ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

দেশের জনপ্রিয় গায়ক সাব্বির নাসির। বিভিন্ন উৎসব ও চলমান মহামারি করোনার মধ্যে শ্রোতাদের মনে বাড়তি ভালোলাগা তৈরি করতে নিয়মিত নতুন-নতুন প্রকাশ করছেন নিজস্ব ইউটিউব চ্যানেলে। সেসব গানগুলো দারুণ প্রশংসিত হচ্ছে শ্রোতা মহলে। পাশাপাশি তার গানগুলোর দৃষ্টি নন্দন ভিডিও দর্শকদের মুগ্ধ করছে।

তারই ধারাবাহিকতায় ‘আমি করি তোমার আশা’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সাব্বির নাসির। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক প্লাবন কোরেশির কথা, সুর ও সংগীতে শিল্পীর নিজের ইউটিউব চ্যালেনে মুক্তি পেয়েছে সম্প্রতি। 

গানটির মিউজিক ভিডিওতে সাব্বির নাসিরের সঙ্গে মডলে হয়েছেন ‘গহীন বালুচর’খ্যাত জান্নাতুন নূর মুন ও জালাল। 

‘আমি করি তোমার আশা’ শিরোনামের গান প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘প্লাবনদার গান তো সুন্দরই হয়। চেষ্টা করেছি প্রাণ থেকে গাওয়ার। জালাল ভাই সুন্দর ম্যান্ডোলিন বাজিয়েছেন। মুন খুব ন্যাচারাল ছিল গানটির সাথে। ইমন, প্রীতুল, তাহসিনের দৃশ্যায়ন চমৎকার হয়েছে। বাংলা গানের জয় হোক।’

নতুন গান প্রসঙ্গে প্লাবন কোরেশির বলেন, ‘ফোক ধাঁচের গান হলেও এতে মেলোডির ছোঁয়া আছে। আমি চেষ্টা করেছি গানের কথা, সুর বা সঙ্গীতায়োজনে সর্বোচ্চ যত্নশীল হতে। গানটির গায়ক সাব্বির নাসির ভাই আমার প্রিয় একজন মানুষ। মৌলিক গানের প্রতি তার যে দুর্বার আকর্ষণ ও একাগ্র নিষ্ঠা, তাতে আমি মুগ্ধ হয়েছি। এটি সবার ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’

সাব্বির নাসিরের গানে প্রথমবার মডেল হওয়া প্রসঙ্গে জান্নাতুন নূর মুন বলেন, ‘সত্যি কথা বলতে মিউজিক ভিডিওতে আমি খুবই কম কাজ করেছি। দীর্ঘ ছয় বছর পর এমন স্বাদের গানের মিউজিক ভিডিওটিতে কাজ করলাম। গানের কথা ও গায়কীর সঙ্গে সাব্বির নাসির ভাইয়ার সঙ্গে কাজটি আমার ভীষণ পছন্দ হয়েছে। টিমের আমার পরিচিত ভাই-ব্রাদার্স ছিলেন, যাদের সঙ্গে আমার আগেও কাজ হয়েছে। সবকিছু মিলিয়ে গানটির মধ্যে ন্যাচারাল একটা ব্যাপার ছিল। কারণ গানটা যেহেতু ফোক ঘরানার তাই আমাদের গ্রাম বাংলা সাধারণ একজন মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে আমাকে ভিডিওতে। গানটির প্রকাশের পর থেকেই বন্ধু-বান্ধবী থেকে শুরু করে পরিচিত জনের কাছ থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছি। আশা করি, দর্শক-শ্রোতারা ভাল একটি মিউজিক ভিডিও-র স্বাদ পাবে।’

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি