ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মডেলিং এন্ড ফুড ব্লগিং নিয়ে ব্যস্ত সাদিয়া খলিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ২৭ জুলাই ২০২১ | আপডেট: ১৮:৪৬, ২৭ জুলাই ২০২১

মডেল সাদিয়া খলিল। সম্প্রতি, ‘ড্রিম ইভেন্ট’র জন্য মডেল হিসেবে স্টিল ফটোগ্রাফির কাজ করেছেন তিনি। ফটোগ্রাফি এন্ড ডিরেকশন দিয়েছেন মোঃ ফাহিম ইসলাম দ্বীপ এবং মেকাপে ছিলেন মনির হোসেন। ড্রেস সাফিয়া। এছাড়া ২০টার বেশি দেশি বিদেশি পণ্যের মডেল হয়ে সফলতার চূড়ায় অবস্থান করছেন। শুধু মডেলিং নিয়েই নয়, ফুড ব্লগিংয়েও তিনি এগিয়ে যাচ্ছেন নিরলসভাবে।

সাদিয়া বলেন, এক কথায় বর্তমানে ‘একটিভ’। একটিভ না থাকলে দীর্ঘদিন কাজ করতে পারবো না। কাজের প্রতি একটিভ থাকতে হবে। আমিও খুব একটিভ ভাবে কাজ করছি। আর একটা কথা হচ্ছে- টার্গেট থাকতে হয়। আমি কি করব, নিজেকে কোথায় দেখতে চাই তা আগে থেকেই নির্ধারণ করতে হবে। তাই কাজ করছি, করতে থাকি।

তিনি আরো বলেন, অনেকেই আছেন যারা একাই অনেকগুলো সেক্টরে কাজ করছে। যেমন- অভিনয়, মডেলিং, উপস্থাপনা ইত্যাদি। কিন্তু আমি বর্তমানে শুধু মডেলিং এন্ড ফুড ব্লগিং নিয়ে ভাবছি। এরই মধ্যে ৩০টার বেশি রেস্টুরেন্টের ফুড ব্লগিং করছি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি