ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নায়িকা পরীমনির বাসায় র‌্যাবের অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ৪ আগস্ট ২০২১ | আপডেট: ১৯:২১, ৪ আগস্ট ২০২১

নায়িকা পরীমনির বাসায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালাচ্ছে। সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব কর্মকর্তারা।

আজ বুধবার বিকেলে পরীমনির বনানীর বাসায় এ অভিযান চালায় র‌্যাব। 

এ সময় লাইভে আসেন পরীমনি। তিনি অভিযোগ করে বলেন, ‘কে বা কারা বাসার নিচে আসছে। তারা জোর করে বাসায় ঢুকতে চেয়েছে। কিন্তু তাদের আচরণ খুবই উগ্র। তারা জোর দিয়ে বলে দরজা খুলতে।’

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।

পরীমনিকে আটক করা হবে কি-না এ বিষয়ে খন্দকার আল মঈন বলেন, ‘তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা প্রমাণ হলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হতে পারে।’

এর আগে গত ১৪ জুন দুপুরে পরীমনি সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে নাসির ইউ মাহমুদসহ ছয় জনের নামে মামলা দায়ের করেন। তার মামলায় নাসিরকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়। কিন্তু পরবর্তীতে অন্য একটি বোটক্লাবে হামলা এবং তার কিছু বিতর্কিত কর্মকাণ্ড ও সিসিটিভি ফুটেজ সামনে আসলে পরীমনির বিরুদ্ধে অভিযোগ ওঠা শুরু হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি