ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চার দিনের রিমান্ডে নায়িকা পরীমণি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ৫ আগস্ট ২০২১ | আপডেট: ২২:১২, ৫ আগস্ট ২০২১

চিত্রনায়িকা পরীমণির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মোঃ আশরাফুল ইসলাম দিপু ও মো. সবুজ আলী এই চারজনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

বৃহস্পতিবার (৫ আগষ্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে গতকাল বুধবার রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে আটক করে। তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় পরীমণির সঙ্গে আরও দুজনকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার এক প্রেসব্রিফিংয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানায়, পরীমণির বাসায় নিয়মিত পার্টি হতো। সেখানে একটা মিনি বার ছিল। সেই পার্টিতে মদসহ সব ধরনের মাদক সাপ্লাই দিতো নজরুল ইসলাম রাজ। রাজের নেতৃত্বে একটা সিন্ডিকেট ছিল, যাদের কাজই হলো উঠতি বয়সী তরুণীদের দিয়ে নানারকম অপকর্ম করানো। মঙ্গলবার মিশুক ও জিসানকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরীমণি ও রাজের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে পরীমনি ও রাজসহ চার জনকে গ্রেফতার করা হয়।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি