ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নিশিতা বড়ুয়ার কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ৭ আগস্ট ২০২১ | আপডেট: ১০:১১, ৭ আগস্ট ২০২১

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নতুন একটি গানে কণ্ঠ দিলেন শিল্পী নিশিতা বড়ুয়া। গানের শিরোনাম ‘রক্ত মাখা সিঁড়ি’। ‘আমি দেখেছি সিঁড়ি বেয়ে/ কেমন করে পিতার বুকের রক্ত ঝরে/ আমি দেখেছি দু’চোখ বেয়ে/ কেমন করে ভোরের শিশির ঝরে’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন সুজন হাজং। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। 

সম্প্রতি ডি-স্টেশন স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট গানটি গীতিকার সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

গানটি নিয়ে কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গান গাইতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। গানের কথায় যে ইতিহাস এবং সুর ও গায়কিতে যে আবেগের প্রকাশ তুলে ধরা হয়েছে, তা শ্রোতার হৃদয় স্পর্শ করবে। একই সঙ্গে নতুন প্রজন্ম এই গানের মাধ্যমে বঙ্গবন্ধুকে তাদের চেতনার বাতিঘরে খুঁজে পাবে বলেই আমার বিশ্বাস।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি