ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পরীমনিকে আজ আদালতে তোলা হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ১০ আগস্ট ২০২১ | আপডেট: ০৯:২৫, ১০ আগস্ট ২০২১

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে চার দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে। মাদকসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার এ নায়িকা ও তার সহযোগী অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির রিমান্ডে ছিলেন।

মঙ্গলবার তাদের আদালতে তুলবে তদন্ত সংস্থাটি। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‌্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। একদিন পর বৃহস্পতিবার পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর কয়েকটি ধারায় বনানী থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশের আবেদনে পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। র‌্যাব, থানা পুলিশ, ডিবি ঘুরে চতুর্থ সংস্থা হিসেবে পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি