ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রেম, বিয়ে, বিচ্ছেদ এই নিয়েই শ্রাবন্তী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১০ আগস্ট ২০২১

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রেম, বিয়ে, বিচ্ছেদ আবারও নতুন সম্পর্ক এর মধ্যেই আটকে আছে নায়িকার ব্যক্তিগত জীবন। সব শেষ তৃতীয় বিয়ে ভাঙনের মুখে। সেই সম্পর্কের সমাপ্তি না টানলেও নতুন প্রেমে মেতে ওঠার গুঞ্জন শোনা যায় টালিপাড়ায়। এবার তিনি জানালেন- প্রপার সিঙ্গেল তিনি।

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে যে ভাঙনের মুখে, আজ সেই কথা কারও অজানা নয়। কাগজে-কলমে এখনও স্বামী-স্ত্রীর সম্পর্কে রয়েছেন রোশন-শ্রাবন্তী। তবে গত নয় মাস ধরে এক ছাদের তলায় থাকছেন না এ দম্পতি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোশনের সঙ্গে বিচ্ছেদের আইনি দিকের প্রসঙ্গ উঠলে শ্রাবন্তী বলেন, ‘ওটা আমার আইনজীবীরাই বলে দেবে। আইনজীবীরা যখন বলবে, তখন জানতে পারবে। আমি এই ব্যাপারে নো কমেন্টস।’

বর্তমানে সিঙ্গেল না কি কমিটেড এ প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ‘আমি প্রপার সিঙ্গেল। একদম, দেখেই মনে হচ্ছে আমি প্রপার সিঙ্গেল। না, অভিয়াসলি সিঙ্গেল না। আমার পরিবার আছে। আমার ছেলে আছে। আমার ফ্যামিলি আছে। তাদের সাথে আমি মিঙ্গেল।’

এদিকে, গেল মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন চিত্রনায়িকা শ্রাবন্তী। সেই নির্বাচনে হেরেছিলেন বিপুল ভোটে। রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আপাতত আমি কাজ করতে চাইছি, সিনেমা করতে চাইছি। মানুষকে মনোরঞ্জন দিতে চাই, যেমন ভাবে দিচ্ছিলাম। হ্যাঁ, আমাকে সুযোগ দেওয়া হয়েছিল। আমি মানুষের ম্যান্ডেট মেনে নিয়েছি। তারা আমাকে অভিনেত্রী হিসেবে দেখতে চায়। আপাতত আমি এখন রাজনীতি নিয়ে ভাবছি না। মানে তাদের পাশে আছি অবশ্যই। তারা আমার বেহালাবাসী। সেখানে যারা আছে, তাদেরকেও মেনে নেওয়া উচিত বলে আমার মনে হয়।’

উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীবকুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। তাঁদের ঘরে ঝিনুক নামের এক ছেলে রয়েছে। এরপর এই সর্ম্পকের ইতি টেনে কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী, কিন্তু সে সম্পর্কও বেশি দিন টেকেনি। ২০১৯ সালের ১৯ মে দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তবে বছর না ঘুরতেই খবর বেরোয়, এ সংসারও নাকি ভাঙতে বসেছে অভিনেত্রীর।

অন্যদিকে, ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বা বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা ধারায় আদালতে মামলা করেছেন রোশন সিং। এরই মধ্যে নতুন প্রেমের গুঞ্জনও রটেছে। তাঁর নতুন প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী, পেশায় ব্যবসায়ী। শোনা গেছে, তাঁর জন্মদিনটা বেশ আনন্দে উদ্‌যাপন করেছেন দুজন। হিরের আংটি দিয়ে প্রেমিককে চমকে দিয়েছেন শ্রাবন্তী। নিজের বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে তাঁর জন্মদিন উদ্‌যাপন করেন তিনি। জন্মদিনের সেই ছবি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার তাদের অনলাইনে প্রকাশ করেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি