ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা একা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৯, ২৫ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

গৃহকর্মী নির্যাতনের মামলায় চলচ্চিত্র অভিনেত্রী একা গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর জামিনের কাগজপত্র যাচাবাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার হালিমা আক্তার।

তিনি জানান, আদালত থেকে মঙ্গলবার বিকেলে চিত্রনায়িকা একার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে সন্ধ্যায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

গত ৩১ জুলাই রাজধানীর হাতিরঝিল থানাধীন উলন রোডের একটি বাসা থেকে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে অভিনেত্রী একাকে গ্রেফতার করে পুলিশ। ২২ আগস্ট শুনানি শেষে ওই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১০ হাজার টাকার মুচলেকায় অভিনেত্রীকে জামিনের আদেশ দেন।

এর আগে গত ১০ আগস্ট একা’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলায় তার জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত। গত ১ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নায়িকা একা’র জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি