ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রোমান্সে একইসঙ্গে হাজির দুই প্রেমিকা, মহাসমস্যায় সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ৩১ আগস্ট ২০২১

ক্যাটরিনা-সালমান-লুলিয়া

ক্যাটরিনা-সালমান-লুলিয়া

সালমান আর ক্যাটরিনার জবরদস্ত রোম্যান্সের মাঝেই হাজির হলেন রোমান সুন্দরী লুলিয়া। সালমানের বর্তমান প্রেমিকা সে। আর ক্যাটরিনা প্রাক্তন। ভাবুন তো, কেমন একটা পরিস্থিতি তৈরি হলো সবার প্রিয় ভাইজানের জন্য! 

যদিও সালমান আর ক্যাটরিনার এই রোম্যান্স রিয়েল লাইফে নয়, চলছিল রিল লাইফে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ৫ দিনের শ্যুটিং শিডিউল শেষ করে ‘টাইগার ৩’-র গোটা টিম উড়ে গিয়েছে তুর্কি। এবার ইস্তাম্বুলে হবে ছবির শ্যুট। আর শোনা যাচ্ছে, রোমানিয়া থেকে সোজা ইস্তাম্বুলে পৌঁছে গিয়েছেন সালমান খানের চর্চিত বান্ধবী লুলিয়া ভান্তুর।

বলিউড সুপারস্টার সালমানের ‘রাধে’ ছবিতে গান গেয়ে নিজের বলিউড ক্যারিয়ার শুরু করেন এই রোমানিয়ান সুন্দরী। মুম্বাইতে সালমানের বাড়িতেও তাঁর অগাধ যাতায়াত। এমনকী, ২০২০-র লকডাউনেও সালমানের আলিবাগের ফার্মহাউজে ছিলেন সালমানের সঙ্গেই। সাথে অবশ্য জ্যাকলিনও ছিলেন। 

সে যাই হোক, ইস্তাম্বুলের হোটেল থেকে ভিডিও শেয়ার করে লুলিয়া বুঝিয়ে দিয়েছেন বর্তমানে তিনি আছেন সালমানের কাছাকাছিই।

সালমান আর ক্যাটরিনার ‘টাইগার ৩’-র শ্যুট হবে তুরস্কের চার লোকেশনে। সিনেমার শুরুর দৃশ্যের শ্যুটও হয়ে গেছে ইস্তাম্বুলের মেইডেন'স টাওয়ারে। সেখানে অবস্থিত ইউরোপের সবচেয়ে দামী হোটেল মারদান প্যালেসে।

এদিকে, ‘টাইগার-৩’ থেকে সালমানের লুক এরমধ্যেই ভাইরাল হয়েছে সেন্ট পিটার্সবার্গে শ্যুটের সময়। জানা গেছে, শ্যুটের খবর পেয়ে সে সময় সেখানে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ। তাঁদের মধ্যে অনেকেই সালমানকে ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আপাতত তুরস্কে সালমানের ছবির শ্যুটের সময় কী করে ভিড় সামলানো যায়, তার চিন্তাতেই আছে ছবির গোটা টিম। কারণ ‘টাইগার’ সিরিজের প্রথম ছবির শ্যুটও যে হয়েছিল এখানেই।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি