ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুরনো গান নতুন করে গেয়ে ভাইরাল ইয়োহানি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ৫ সেপ্টেম্বর ২০২১

ইয়োহানি ডি সিলভা

ইয়োহানি ডি সিলভা

Ekushey Television Ltd.

বর্তমান সময়ে সোশাল একটি শক্তিশালী মাধ্যম। মানুষের কাছে পৌঁছানোর এই মাধ্যমে যেকোনো কিছু মুহূর্তেই ভাইরাল হতে পারে শুধুমাত্র মানুষের আগ্রহের কারণে। যেমন- এখন ভাইরাল দুনিয়া মাতাচ্ছে শ্রীলঙ্কার ‘মানিকে মাগেহিতে’ শিরোনামের একটি গান। বাংলাদেশের সঙ্গীত পিপাসুরাও শুনছেন গানটি।

‘সাথীসেন রাথনায়েকার’র গাওয়া পুরনো গানটিকে সম্প্রতি নতুন করে আরেক কণ্ঠশিল্পী ইয়োহানি ডি সিলভা গাওয়ার পরই চলে আসে প্রাদপ্রদীপের আলোয়। দ্রুতগতিতে তা ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। ইউটিউবে অনেকদিন ধরেই জনপ্রিয় ইয়োহানিকে এ গান পৌঁছে দিয়েছে সারা পৃথিবীতে।

ভাষা যাই হোক না কেন, গানের সুর-তাল-লয়ের প্রতি মানুষের দুর্বলতা আজন্ম। ভাষা বুঝতে পারলে উপভোগের মাত্রা পায় ভিন্নতা।
 
ইয়োহানির গাওয়া গানটির বাংলা অনুবাদ অনেকটা এমন- 
প্রিয়, আমার মনের সব ভাবনা তোমাকে নিয়েই, 
এ যেন এক আগুনের শিখা, জ্বলছেই, 
তোমার শরীরে আদর আমি চোখে হারাই, 
আমি সারাক্ষণ তোমাকেই দেখে চলি, 
তুমি আমার হৃদয়ের অনেক কাছে, 
যেন অনেক কাল ধরেই তোমাকে চিনি, 
তুমি পরীর মত,
তুমি আমার প্রিয়তম।

সন্দেহ নেই, প্রিয় মানুষটি সম্পর্কে ভালোবাসার এমন বহিঃপ্রকাশই মূলত জায়গা করে নিয়েছে তরুণ-তরুণীদের মনে। আর ইয়োহানির অসাধারণ গায়কী তো সঙ্গে রয়েছেই। 

এমএম/এএইচএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি