ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

তুরস্কের মন্ত্রীর সঙ্গে নৈশভোজে সালমান-ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২১

‘টাইগার-৩’ শ্যুটিংয়ে ব্যস্ত সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং টিমের অন্যান্য সদস্যরা। রাশিয়ার পর আপাতত ছবির শ্যুটিংয়ে তুরস্কে রয়েছেন সালমান-ক্যাটরিনা। আর সেখানেই শ্যুটের পরে তুরস্কের মন্ত্রীর সঙ্গে নৈশভোজ সারলেন তারকা জুটি।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেত নুরি এরসো নিজেই সালমান-ক্যাটরিনার সঙ্গে নৈশভোজ সারার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, তাঁর দেশ আন্তর্জাতিক তারকাদের নিয়ে চলচ্চিত্র প্রকল্পের আয়োজন অব্যাহত রাখবে। মেহমেত নুরি এরসো-র শেয়ার করা ছবিতে, ক্যাটরিনা এবং সালমানকে মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। একটি ছবিতে সালমান খানকে মন্ত্রীর সঙ্গে হাত মেলাতেও দেখা যায়।

গত মাসে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ রাশিয়ায় টাইগার থ্রি -এর শুটিং করেছিলেন। রাশিয়ায় টাইগার থ্রি -র জন্য সালমান খানের একটি অস্পষ্ট চেহারার ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে দাড়িওয়ালা, গোঁফওয়ালা সালমান খানকে চেনা বড়ই দায় ছিল। 

ছবিতে সালমান খান গুপ্তচর সংস্থার এজেন্ট অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগারের ভূমিকায় এবং ক্যাটরিনা কাইফকে আবারও জোয়ার চরিত্রে দেখা যাবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি