ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মার্কিন তারকা অভিনেতা মাইকেলের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৫:৩৮, ৭ সেপ্টেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নিজের অ্যাপার্টমেন্ট থেকে বিখ্যাত হলিউড অভিনেতা মাইকেল কে উইলিয়ামসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ৫৪ বছর বয়সেই প্রয়াত হলেন বিখ্যাত এই অভিনেতা। এ তথ্য সিএনএন’র।

নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে স্থানীয় সংবাদমাধ্যমকে জানানো হয়, সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মাইকেলের মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার চারপাশে বেশ কিছু কড়া মাদকের নমুনা পাওয়া যায়। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও পাওয়া যায়নি। 

পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মাদক সেবনের ফলেই এই অভিনেতার মৃত্যু হয়েছে।

টিভি সিরিজ ‘দ্য ওয়্যার’-এ ‘ওমর লিটল’ এর চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয় হয়েছিলেন মাইকেল। এছাড়া ‘ব্রডওয়াক এম্পায়ার’, ‘লাভক্রাফ্ট কান্ট্রি’-র মতো জনপ্রিয় সিরিজেও দেখা গেছে তাকে। 

এদিকে, অভিনেতার মৃত্যুর খবরে তার পরিবারকে এই বিষয়ে বিব্রত করতে বারণ করা হয়েছে। 

উইলিয়ামস তার বহুতল ক্যারিয়ারে পাঁচটি এমি মনোনয়নসহ বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেছিলেন। তার প্রথমটি ২০১৫ সালে ‘বেসি’তে ভূমিকার জন্য এবং এর দুই বছর পরে ‘দ্য নাইট অফ’ এ অংশ নেয়ার জন্য। 
এছাড়া তিনি এসএজি পুরস্কারে বিজয়ী হয়েছিলেন।

সোশ্যাল মিডিয়া টুইটারে আয়েশা টাইলার লিখেছেন, ‘মাইকেল কে উইলিয়ামস ছিলেন একজন সুন্দর, আবেগপ্রবণ। তাকে চিনতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করেছি এবং আমরা সবাই ভাগ্যবান যে তার অবিশ্বাস্য প্রতিভা উপভোগ করেছি।’ 

পরিচালক জেমস গান বলেছেন, ‘মাইকেল সবচেয়ে প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন। আমার দেখা সবচেয়ে দয়ালু, মিষ্টি, সবচেয়ে মৃদু ভাষার একজন ছিলেন।’

সংগীতশিল্পী শৌল উইলিয়ামস লিখেছেন, ‘কয়েক বছর ধরে উইকিপিডিয়া মাইকেল কে উইলিয়ামসকে আমার ভাই হিসাবে তালিকাভুক্ত করেছে। আমরা কেউই এটিকে সংশোধন করার সিদ্ধান্ত নেইনি। তিনি আমার সঙ্গে কবিতা শেয়ার করেছেন। গভীর এবং আন্তরিক সংযোগ ছিল তার সঙ্গে।’ 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি