ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সন্তানের বাবা নিয়ে যা বললেন নুসরাত জাহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৫, ৮ সেপ্টেম্বর ২০২১

‘বাবা জানেন বাবা কে? একজন মহিলাকে এই প্রশ্ন করা মানে তার দিকে কালি ছেটানো। সব প্রশ্নের উত্তর আছে আমার কাছে। আপাতত যশ এবং আমি দারুন সময় কাটাচ্ছি। মাতৃত্ব উপভোগ করছি পুরোদমে।’ মা হওয়ার পর প্রথম জনসমক্ষে এসে জানা লেন নুসরত জাহান।

বুধবার এক ইভেন্টে এসে অভিনেত্রী জানান, 'মাতৃত্ব খুবই উপভোগ করছি। আমার জীবনটাই বদলে গেছে।' এখনও অবধি ছেলের ছবি সামনে আনেননি অভিনেত্রী। কবে দেখা যাবে ঈশানকে? সেই প্রশ্নের উত্তরে নুসরত জানান, 'ঈশানের বাবা চাইলে তবেই তাকে দেখতে পাওয়া যাবে। আপাতত ছেলেকে সবথেকে ভালো সামলাচ্ছেন তার বাবা। এখন পরিবার ছাড়া কাউকেই ছেলের কাছে যেতে দিচ্ছেন না ঈশানের বাবা।' 

গত ২৬ অগাস্ট মা হয়েছিলেন অভিনেত্রী। পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। ছেলের নাম রাখেন ঈশান। নিজের বিয়েকে লিভ ইন সম্পর্ক তকমা দেওয়া থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়া, বারবার বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। কে তার ছেলের বাবা এই প্রশ্নেই সরগরম নেট দুনিয়া। এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন অভিনেত্রী।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি