ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইমরান খন্দকারের নতুন গান ‘তোমার বারান্দায়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

‘তোমার বারান্দায়’ শিরোনামের নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন সেরাকন্ঠ খ্যাত শিল্পী ইমরান খন্দকার। আমার আকাশ তোমার বারান্দায়/একটু তোমায় দেখতে চেয়ে বসে আছে অপেক্ষায়/তোমার খোলা চুলে মনের ভুলে আঁচল পড়লে খুলে/ আমি আগের মতো আলতো করে আবার দেবো তুলে/ এমন কথায় গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন শোভন রায়। 

ভিডিও স্ক্রিনপ্লে-তে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর ও তানিয়া বৃষ্টি। প্রোটিউন এর ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি আজ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির নিজস্ব ইউটিউব চ্যানেল "স্টুডিও প্রোটিউনবিডি" থেকে উন্মুক্ত করা হয়েছে।

আধুনিক ঘরানার নতুন এই গান প্রকাশ সম্পর্কে শিল্পী ইমরান খন্দকার বলেন, গত পাঁচ বছর ধরে নিয়মিত মৌলিক গান প্রকাশ করে যাচ্ছি, যার মধ্যে এই গানটি অন্যতম। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। এছাড়াও শ্রোতারা শুনতে পারবেন জিপি মিউজিক, বাংলালিংক ভাইব অ্যাপ ও অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি